সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বলেছেন, ২০২০ সালের জুলাইয়ের মধ্যে পদ্মা সেতুর সমস্ত স্প্যান বসানোর কাজ শেষ হবে।
নগরীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নওকির সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী ২০২১ সালের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।’
গত ১৮ ডিসেম্বর মাদারীপুরের শিবচর উপজেলার মাঝির চরে ১৯তম স্প্যান বসানোর পরে পদ্মা সেতুর প্রায় অর্ধেক দৃশ্যমান হয়ে উঠেছে।
৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে ৪১টি স্প্যান বসানো হবে, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
মঙ্গলবার ২০তম স্প্যানটি বসানো হবে এবং এখন থেকে প্রতি মাসে তিনটি স্প্যান বসানো হবে বলে জানান কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের জাপানকে পর্যটন খাতে এবং চট্টগ্রাম-কক্সবাজার নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান।
এর আগে গত ১৭ অক্টোবর কাদের বলেন, ২০২১ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।